সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে এইচপিভি টিকা পাবে সাড়ে ১৩ হাজার ১৩২ কিশোরী

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৫:০৫ অপরাহ্ণ
বিশ্বনাথে এইচপিভি টিকা পাবে সাড়ে ১৩ হাজার ১৩২ কিশোরী

 

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা পাবে ১৩ হাজার ১৩২ কিশোরী। সোমবার (২১শে অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাইস্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার এ সব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন।

 

সেমিনারে বিস্তারিত আলোচনায় ডাঃ দেলোয়ার হোসেন সুমন জানান, বিশ্বনাথ উপজেলার প্রতিটি হাইস্কুল ও মাদ্রাসাসহ মোট ৪৩২ টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থী ১০ থেকে ১৪ বছর বয়সীরা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকার আওতায় আসবে। আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন টিকা প্রদান করা হবে। জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ১৩ হাজার ১শত ৩২ জন কিশোরীকে টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উপজেলার সকল স্তরের কিশোরীগণকে টিকা গ্রহণ বাস্তবায়নে সচেতনতা তৈরি ও সবার সহযোগিতা কমনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন