জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী।
অনুষ্ঠান উপজেলা পরিষদের প্রধান উপদেষ্ঠা স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া সভা সঞ্চালনা করেন ।
সভায় আর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুৃল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ,উপজেলা প্রাণি সম্পদ কর্মর্কর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার( মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, সারী বন বিট কর্মকর্তা আব্দুল খালিক সহ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন সহ সম্প্রতি সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের বসতবাড়ি মেরামত কাজে সহযোগিতা এবং রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সরকারি উন্নয়ন কাজ সঠিক ভাবে বাস্তবায়নে সকল কর্মকর্তা বৃন্দ-কে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।