ডেস্ক নিউজ:: সিলেট শহরতলী খাদিমপাড়া ইউনিয়নে একটি ( গাভী) গরুর পেটে থেকে মানুষের আকৃতি বাচ্চা প্রসব এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায় সিলেট সদর উপজেলা ৪নং খাদিমপাড়া ইউনিয়নের (৩ নং) ওয়ার্ডের বংশীদর গ্রামের টিলাবাড়ি তাহির আলীর গৃহপালিত পশু( গাভী) গরু মানুষের আকৃতি একটি বাচ্চা প্রসব হয়েছে।
গরুর মালিক তাহির আলী জানান গত ১৫ মাস পূর্বে একটি মৃত বাচ্চার জন্ম হয়। আর সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৮টায় মানুষের আকৃতির আরেকটি মৃত বাচ্চার জন্ম দেয় গরুটি যা দেখে আমরা ভয় পেয়ে য়াই। যা আমার বয়সে আর কখনো দেখিনি ।
এদিকে এমন বিরল অলৌকিক ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ আশপাশের এলাকার শতশত লোকজন তাহির মিয়ার বাড়ীতে বাচ্চা টি দেখতে ভীড় করেন।
তাহির আলীর চাচাতো ভাই আব্দুল মতিন জানান ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী গত জুন মাসে গরুটির বাচ্চা হওয়ার কথা। কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে সোমবার বিকেলে গরুর প্রসব ব্যাথা অনুভব করলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার আসার পূর্বেই বাচ্চা ডেলিভারি হয়। এতে দেখা যায় বাচ্চাটির মাথা মানুষের আকৃতির মতো। বাকি অংশ গুলো গরুর মতো হলেও বাচ্চাটির পা নেই । তিনি আরও জানান যেখানে ১০ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। তা না হয়ে চার মাস বেশী সময় অতিক্রম করেছে। এটি ডাক্তারি ভুল চিকিৎসা না কি আল্লাহর পক্ষ থেকে এমন হয়েছে। আল্লাহই ভালো জানেন।
এবিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান এমন ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি। গরুর বাচ্চা টি গতরাতে মাটি দেওয়া হয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।