
বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী’র বিরুদ্ধে অনিয়ম, দুুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন খোদ তার পরিষদের ৯জন সদস্য (মেম্বার)। চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তারা। ফলে ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনাস্থা প্রস্তাব দাখিল করেন তারা। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন, ইউপি সদস্য শফিক মিয়া, বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, আবদুুর রব রাজু, হাবিবুল ইসলাম, ফজলুল হক, মতিন মিয়া, সংরক্ষিত নারী সদস্য সোনাবান বিবি ও পারবিন বেগম।
ইউপি সদস্যদের অভিযোগ, আরশ আলী নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে দলীয় প্রভাব খাটিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা শুরু করেন। বেপরোয়া হন অনিয়ম-দুুর্নীতিতেও। পরিষদের নির্বাচিত সদস্যদের তোয়াক্কা না করে পছন্দেও লোক দিয়ে নামমাত্র কাজ করেই উন্নয়ন প্রকল্প আত্মসাৎ করেন। টাকার বিনিময়ে বিক্রি করেন সকল প্রকার ভাতা। আয়-ব্যয় হিসাব চাইলে আশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। সম্প্রতি ১৫টি নলকূপ বরাদ্দ আসলে তিনি ভূয়া রেজুলেশন তৈরি করে নিজের পছন্দের বিত্তশালী মানুুষের মাঝে বিলিয়ে দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি বলেন, ‘ইউপি সদস্যদের অভিযোগ সঠিক নয়। আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করে আসছে।’
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুুনন্দা রায় বলেন, আজ সারাদিন আমি জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে মিটিংয়ে ছিলাম। কাল অফিসে গিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।