
সিলেট:: জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কয়েক’টি অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন সহ নানা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আবুল হাসিম বলেন, রাজনৈতিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল আমি সহ দলীয় এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশ করে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েক’টি অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
(গত ১৭ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আবুল হাসিম তিনি তার বক্তব্যে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে বলেন, যেসব অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি জানান, আমরা শ্রীপুর আলু-বাগানস্থ টেসকো পাওয়ার লি: কোম্পানীতে বৈধ ভাবে বালু পাথরের ব্যবসা পরিচালনা করে আসছি।
অবৈধ ভাবে কোন কাজে জৈন্তাপুর উপজেলা যুবদল সহ আমাদের সহযোগী ব্যবসায়ীদের সংশ্লষ্টিতা নেই। সংবাদ সম্মেলনে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম, স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন,জহির উদ্দিন,তানভীর আহমদ শাহীন, রফিকুল ইসলাম,দিলদার আহমদ,আমীর হোসেন সহ অন্যান্য ব্যবসায়ী এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।