জৈন্তাপুর প্রতিনিধিঃ-
বর্ডার গার্ড বাংলাদেশ,জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র অভিযানে (১৬-১৮ অক্টোবর) অবৈধ চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শুক্রবার(১৮ অক্টোবর) সকাল ৬ টায় জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাংগিল নামক স্থান হতে (৪২৮০ টি) ভারতীয় চশমা আটক করে।
এদিকে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় জৈন্তাপুর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তের জিরো পয়েন্টের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযানে মালিকবিহীন অবস্থায় (২,২৫০ কেজি)একটি ডিআই পিক-আপ সহ ভারতীয় চিনি আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ২৬,২১,৫০০/=টাকা সমপরিমাণ।আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন,বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।