ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি:::
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় প্রথম যুগ্ম সম্পাদক,ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক সিবিএ সভাপতি হুমায়ুন কবির বলেছেন,ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ১৬ বছর ধরে লুটেপুটে খেয়েছে একটি মহল।
তারা সরকারি সম্পদ লুঠে খেতে শ্রমিকদের উপর নানা ভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে ছিলো। একটি শ্রমিক সংগঠনের লুটপাটের কারণে ফ্যাক্টরিটি আজ বন্ধ হয়ে পড়েছে।কথায়-কথায় তারা শ্রমিকদের বদলী,চাকরিচ্যুৎ করেছে।বেতন-ভাতা,ওভার টাইম বন্ধ করে দিতো তারা বিএনপি সমর্থিত বি- ৮০ শ্রমিক সংগঠনের শ্রমিকদের। দেশের পট পরিবর্তনের কারণে ওই প্রভাবশালী শ্রমিক নেতারা পালিয়েছে। এখন তারা বিএনপি-জামাতের ঘাড়ে আবারও সওয়ার হতে চায়।নতুন প্রজেক্টে ও তারা ব্যাপক লুটপাট করেছে। এতে প্রজেক্টটি চালু হতে দেরী
হচ্ছে।
তিনি বলেন,বিএনপি-জামাতকে সমর্থন করায় অনেকেই চাকরি হারা হয়েছেন। বদলী হয়েছেন এবং আর্থিকভাব
ক্ষতিগ্রস্থ হয়ে নির্যাতিত হয়েছেন। সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানিয়ে তিনি আরও বলেন লুঠপাটকারী ও অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবেনা।অন্যায়কারীদের যেন কেউ আশ্রয়-প্রশ্রয় না দেয় সে দিকে সবাইকে নজর রাখতে হবে। সিমেন্ট ফ্যাক্টরি আমাদের এবং সরকারের সম্পদ।এ ফ্যাক্টরির আয় থেকেই আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়। কাজেই ফ্যাক্টরি টিকিয়ে রাখতে দুর্নীতিমুক্ত
সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠায় আমাদেরকে অগ্রনি ভুমিকায় থাকতে হবে। দুর্নীতিবাজদের ফ্যাক্টরি থেকে বিদায় করে দিয়ে তাদের কাছ থেকে পাই পাই করে আমাদের হিসেব নিতে হবে।এ ফ্যাক্টরির সকল দুর্নীতিবাজও লুটপাটকারী
দেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে।রবিবার সন্ধ্যায় সিসিএফ কর্মচারী ক্লাবে সিমেন্ট ফ্যাক্টরি শ্রমিক সংগঠন বি-৮০ এর আয়োজনে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেছেন।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়ন রাজিঃ বি-৮০ এর সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উদ্দিনের উপস্থাপনায় অনুষ্টিত শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন,শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর নির্বাহী সভাপতি মীয়া হোসেন,শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন চৌধুরী,
বক্তব্য রাখেন,শ্রমিক নেতা জাবেদ কাওছার,আব্দুল কাহার,আশরাফ হোসেন সেলিম,আবু সুফিয়ান বাবুল,সিসিএফ ইন্সটিটিউট ক্লাবের সভাপতি রেজাউল করিম জনি,আক্তার হোসেন,সুমন মিয়া,মফিজুর রহমান শাহিনপ্রমুখ।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির বাবুল।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।