নিউজ ডেস্ক::
জৈন্তাপুর উপজোলার নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খলারবন্দ-খিলারতৈল শ্রী শ্রী মহাদেবী কালীবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। জকিগঞ্জ ব্যাটালিয়ান (১৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আসাদুন্নবি (পিএসসি)।
১৩ অক্টোবর-২০২৪ খ্রি: রোববার দুপুরে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গা উৎসবের সমাপনী অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে মহাদশমী'র দেবী বিসর্জন অনুষ্ঠানে নিরাপত্তার কথা জানান।
জকিগঞ্জ ব্যাটালিয়ান (১৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আসাদুন্নবি (পিএসসি) বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনায় এবছর দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক (ডিজি)'র নির্দেশনায় দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেই বিষয়ে নজর রয়েছে। তিনি জানান, সীমান্তে অঞ্চলে অবৈধ মাদক ও চোরাচালান ব্যবসা প্রতিরোধ কল্পে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা অব্যাহত রাখছে।
এসময় জৈন্তাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নূরুল ইসলাম সহ জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাড়িঁ (বিজিবি)'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।