সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ৩৯ বোতল ভারতীয় মদ সহ পুলিশের হাতে আটক এক 

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ০১:৩০ অপরাহ্ণ
জৈন্তাপুরে ৩৯ বোতল ভারতীয় মদ সহ পুলিশের হাতে আটক এক 

জৈন্তাপুর প্রতিনিধি : সিরেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরুদী অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তি হলের নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে হারিস উদ্দিন (৩২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ই অক্টোবর) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হারিসের বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে মদ সহ হারিসকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন