সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে নির্বাহী কর্মকর্তার আহবানে সুধি সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৭:১২ অপরাহ্ণ
বালাগঞ্জে নির্বাহী কর্মকর্তার আহবানে সুধি সমাবেশ অনুষ্ঠিত

 

বালাগঞ্জ প্রতিনিধি :বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের আহবানে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে

নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সুধি সমাবেশে বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অংশ গ্রহনকারী নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। সমাবেশে উপস্থিত চিলেন বক্তব্য রাখেন বালাগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ,

সাংবাদিক নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, খেলাফতের জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন