ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট এ মাসেই: ধর্ম উপদেষ্টা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৬ পড়া হয়েছে
২৪

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যাতে ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ সংরক্ষিত থাকবে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট হবে।

 

বুধবার (১৫ অক্টোবর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশে ২০২৪ সালে সংসদে তখনকার ধর্মমন্ত্রীর দেওয়া এক তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে এবং এসব মসজিদে প্রায় ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত আছেন।

 

brac epl single inner regular

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫-এর খসড়া উপস্থাপন করেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা ও মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি কাসেম শরীফ ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা মসজিদ নীতিমালা যুগোপযোগী করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এ কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেষণে জনবল নিয়োগ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

Follow for More!

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট এ মাসেই: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
২৪

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যাতে ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ সংরক্ষিত থাকবে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট হবে।

 

বুধবার (১৫ অক্টোবর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশে ২০২৪ সালে সংসদে তখনকার ধর্মমন্ত্রীর দেওয়া এক তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে এবং এসব মসজিদে প্রায় ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত আছেন।

 

brac epl single inner regular

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫-এর খসড়া উপস্থাপন করেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা ও মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি কাসেম শরীফ ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা মসজিদ নীতিমালা যুগোপযোগী করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এ কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।