সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুগন্ধা নার্সারির উদ্যোগে, সিলেট প্রেসক্লাব ভবন প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধনে ফুলের চারা ও বৃক্ষ রোপন 

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৪:২৬ অপরাহ্ণ
সুগন্ধা নার্সারির উদ্যোগে, সিলেট প্রেসক্লাব ভবন প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধনে ফুলের চারা ও বৃক্ষ রোপন 

নিউজ ডেস্ক:: সিলেট প্রেসক্লাব ভবন সামনের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ লক্ষ্যে সুগন্ধা নার্সারির সৌজন্যে বুধবার (৯ অক্টোবর)  বিকেলে ক্লাব ভবনে সামনে বিভিন্ন জাতের ফুলের চারা ও ভেতরের অংশে ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়।

রোপনকৃত ফলদ চারার মধ্যে রয়েছে, বারোমাসি কাঠাল, বারী আম, মাল্টা, থাই পেয়ারা, রেডলেডি পেঁপে, সিডলেস ও কাগজী লেবু প্রভৃতি। ফুলের চারার মধ্যে রয়েছে, রঙন, মিনজিরি, অল্কানন্দন, লিলি, কলাবতী, পুত্তলীকা মিনজিরি।

রোপন কালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, মুহাম্মদ আমজাদ হোসাইন, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মুহিবুর রহমান, খালেদ আহমদ মেহেদী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন