
সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের (বিএইচআরজেসি) নেতৃবৃন্দ।
এক শোকবার্তায়, কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী উল্লেখ করেন ফারুক মাহমুদ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত সমাজে সুশাসনের জন্য লড়াই করে গেছেন। যখনই সমাজের কোন অসঙ্গতি চোখে পড়েছে সেটি নিয়ে রাজপথে নেমেছেন। তার মৃত্যুতে সিলেটবাসী হারাল একজন স্জ্জন ব্যক্তিকে। একজন যোগ্য অভিভিাববকে। তার এই শুণ্যথা কোনদিন পূরণ হবার নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। শোকবার্তায় নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Channel Jainta News 24 






















