
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট বিভাগীয় সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক, টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ও একডো’র অনুপ্রেরণায় গঠিত হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(একডো)।
এক শোকবার্তায় একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, ‘এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ফারুক মাহমুদ চৌধুরী আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তাঁর কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তাঁর বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন।
Channel Jainta News 24 






















