ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৯ পড়া হয়েছে
২০

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল।

 

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন হয়নি। বিনাভোটের সংসদ সদস্যরা জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য বদলেছেন।”

 

তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় উন্নয়ন হয়েছিল। আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে কাজ করছি।”

 

কামরুল বলেন, “স্বৈরাচারী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার মধ্যেও আমরা রাজপথে থেকেছি। আমি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, নিজের স্বার্থে নয়। সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ধানের শীষের মনোনয়ন দেবেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

Follow for More!

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার

প্রকাশিত: ০৬:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২০

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল।

 

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন হয়নি। বিনাভোটের সংসদ সদস্যরা জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য বদলেছেন।”

 

তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় উন্নয়ন হয়েছিল। আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে কাজ করছি।”

 

কামরুল বলেন, “স্বৈরাচারী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার মধ্যেও আমরা রাজপথে থেকেছি। আমি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, নিজের স্বার্থে নয়। সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ধানের শীষের মনোনয়ন দেবেন।