ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দোয়া’র মধ্যদিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় খন্দকার মুক্তাদির

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৭ পড়া হয়েছে
১৮

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৮ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।

এসময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। এর ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন সেই মালিকানা গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। মানুষ অধীর আগ্রহে ভোটের দিন অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে। সিলেটসহ সারাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সিলেট গড়ে তোলা এবং শহরকে সারা দেশের জন্য একটি বাসযোগ্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েও তিনি কর্মসূচি হাতে নেবেন। আমরা চাই সিলেট একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শহর হিসেবে স্বীকৃত হোক। তাই জনগণকে আমাদের এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি জিয়াউর গণি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, শুয়াইব আহমদ শুয়েব, নাদির খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সোহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, খায়রুল ইসলাম খায়ের, মোঃ লুৎফুর রহমান মোহন প্রমুখ।

 

ছবি ক্যাপশন :

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

 

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে প্রচারপত্র বিলি’র মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

Follow for More!

দোয়া’র মধ্যদিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০৭:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১৮

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৮ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।

এসময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। এর ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন সেই মালিকানা গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। মানুষ অধীর আগ্রহে ভোটের দিন অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে। সিলেটসহ সারাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সিলেট গড়ে তোলা এবং শহরকে সারা দেশের জন্য একটি বাসযোগ্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েও তিনি কর্মসূচি হাতে নেবেন। আমরা চাই সিলেট একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শহর হিসেবে স্বীকৃত হোক। তাই জনগণকে আমাদের এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি জিয়াউর গণি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, শুয়াইব আহমদ শুয়েব, নাদির খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সোহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, খায়রুল ইসলাম খায়ের, মোঃ লুৎফুর রহমান মোহন প্রমুখ।

 

ছবি ক্যাপশন :

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

 

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে প্রচারপত্র বিলি’র মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।