ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান ন্যায্য নয়:সামান্তা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১০ পড়া হয়েছে
২২

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের সুবিধার জন্য কাজ করছে এবং তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান ন্যায্য নয়।

 

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশকালে সামান্তা শারমিন বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সরকারের অনমনীয় অবস্থান স্পষ্ট করছে তারা শিক্ষাব্যবস্থাকে অবমূল্যায়ন করছে। শিক্ষকরা শুধু ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন, তবু সরকার তা দিতে রাজি হয়নি।

 

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়োগের পর শিক্ষকদের সমস্যা বোঝার আশা ছিল, কিন্তু বাস্তবে শিক্ষকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের অবমূল্যায়ন ও অবহেলা শিক্ষাব্যবস্থা ধ্বংসের সমতুল্য।

 

শিক্ষকরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন। পরে একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বৈঠক ফলপ্রসূ হয়নি। দুপুর দেড়টার দিকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। এছাড়া মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।

 

দুপুর ১টা ৫০ মিনিটে প্রেস ক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকদের সরাতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।

 

শিক্ষক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান ন্যায্য নয়:সামান্তা

প্রকাশিত: ০৭:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২২

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের সুবিধার জন্য কাজ করছে এবং তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান ন্যায্য নয়।

 

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশকালে সামান্তা শারমিন বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সরকারের অনমনীয় অবস্থান স্পষ্ট করছে তারা শিক্ষাব্যবস্থাকে অবমূল্যায়ন করছে। শিক্ষকরা শুধু ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন, তবু সরকার তা দিতে রাজি হয়নি।

 

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়োগের পর শিক্ষকদের সমস্যা বোঝার আশা ছিল, কিন্তু বাস্তবে শিক্ষকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের অবমূল্যায়ন ও অবহেলা শিক্ষাব্যবস্থা ধ্বংসের সমতুল্য।

 

শিক্ষকরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন। পরে একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বৈঠক ফলপ্রসূ হয়নি। দুপুর দেড়টার দিকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। এছাড়া মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।

 

দুপুর ১টা ৫০ মিনিটে প্রেস ক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকদের সরাতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।

 

শিক্ষক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।