সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ৩

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ০৬:৩২ অপরাহ্ণ
সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ৩

ডেস্ক নিউজ:: সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাটের রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল।

 

আটককৃতরা হলেন- মাগুরার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের নারী (৩৮), কিশোরী (১৪) ও শালিখা থানার সাবরি গ্রামের নারী (১৮)।

 

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা গোয়াইনঘাটের মাতুরতল বাজারের আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে মানব পাচারকারী রূপন সরকারের (২২) মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিওপির টহলদলের তাদেরকে আটক করে।

 

তবে মানব পাচারকারী রূপন সরকার (২২) কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন