
গোয়াইনঘাট প্রতিনিধি::সিলেটের গোয়াইনঘাট ১নং রুস্তমপুর ইউনিয়নে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, পথসভা ও গনসংযোগ করেছে বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদল।

রবিবার (১২ অক্টোবর) বিকালে রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজারে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের ৩১ দফার লিফলেট বিতরণ, পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এসময় পথসভায় সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে পিরেরবাজারে রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা, যেখানে নিহিত রয়েছে আগামী প্রজন্মের স্বপ্ন ও প্রত্যাশার বীজ। তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঘরে ঘরে ৩১ দফা প্রচারের আহ্বান জানান এবং প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন। যুগ যুগ ধরে শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এ অঞ্চলের মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তাদের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই। ফলে রুস্তমপুর ইউনিয়নের উন্নয়ন ব্যাহত হয়েছে, যা এ এলাকার মানুষের জন্য এক দুর্ভাগ্যজনক বাস্তবতা। তারা আরও বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের শক্তিতে সরকার গঠন করবে। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাবে। দেশের প্রতিটি শিক্ষিত, সচেতন তরুণ যদি আদর্শ নীতি ও দেশের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত হয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা আর স্বপ্ন নয়, এটা হবে বাস্তবতা। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বাংলার প্রতিটি ওয়ার্ড,গ্রাম এবং ইউনিয়নে পৌছা দেওয়া হবে আমাদের কাজ।
লিফলেট বিতরণ, পথসভা ও গনসংযোগে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ।
Channel Jainta News 24 
























