সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসির ১৬ কর্মকর্তাকে বদলি

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ০৬:১৯ অপরাহ্ণ
ইসির ১৬ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক: বিভিন্ন শ্রেণির ১৬ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে কর্মকর্তাদের বদলি করা হয়।

 

এক প্রজ্ঞাপনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক জি.এম সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলমকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে।

 

এছাড়া আলাদা এক অফিস আদেশে ইসির সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেনকে আইন শাখার সিনিয়র সচিব করা হয়েছে। আরেক অফিস আদেশে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারকে সেবা শাখায় বদলি করা হয়েছে এবং সেবা শাখার সহকারী সচিব তারেক আজিজকে সচিবের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এর বাইরেও এক প্রজ্ঞাপনে মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তাকে বদলি করেছে ইসি।

 

সূত্র::ঢাকা পোস্ট

সংবাদটি শেয়ার করুন