
ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। আত্মহত্যা নিরুৎসাহিতকরণ ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার ও অধ্যক্ষ লুৎফুর রহমান এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা দাঙ্গা-সংঘাত প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকার উপরও গুরুত্বারোপ করেন।
সভা শেষে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না এবং অন্যদেরও এ পথে যেতে নিরুৎসাহিত করবে। পাশাপাশি তারা দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।
বক্তারা সবাইকে আহ্বান জানান — আসুন, আমরা সবাই সুন্দর এই পৃথিবীকে ভালোবাসি, জীবনকে উপভোগ করি এবং দাঙ্গা-সংঘাতমুক্ত সমাজ গড়ে তুলি।
Channel Jainta News 24 

























