সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
গোয়াইনঘাটে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ের পরিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে প্রশাসনের গঠিত বিশেষ টাস্কফোর্স।

 

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জাফলং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

 

জব্দ করা বালু পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, “জাফলং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বালু–পাথর উত্তোলনের কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ-সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!