সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ণ
নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে দুর্ধর্ষ হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরতলীর রুদ্রগ্রাম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদীর নেতৃত্বে এসআই মাইনুল, এএসআই মোশাররফসহ একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে অভিযানে যায়। এ সময় পূর্বপ্রস্তুত অবস্থায় থাকা চোরচক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়।

 

হামলায় অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে কনস্টেবল ইমরান গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

ঘটনার পরপরই কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

এদিকে, পুলিশের ওপর এ হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেন, অপরাধ দমনে পুলিশ যখন ঝুঁকি নিয়ে কাজ করছে, তখন তাদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!