সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে জেলা তাঁতীদলের সৌজন্যে সাক্ষাৎ 

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে জেলা তাঁতীদলের সৌজন্যে সাক্ষাৎ 

সিলেট :: মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে প্লাটিনিয়াম কুমারপাড়ার কনফারেন্স রুমে সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত,

সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল। সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক মুমিনুর রশিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক,মনজুর আহমদ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার, যুগ্ম আহবায়ক, বেলাল আহমদ,যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, সামছুর রহমান তোতা প্রমূখ।

 

সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৫ টি পৌরসভায় কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!