
হবিগঞ্জ ::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, “খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সমস্ত পাপাচার দূর হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক মুক্ত হবে।
তিনি বলেন, মানুষ খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই দেশকে যারা ভালবাসেন, দেশের কল্যানে যারা কাজ করেন, এছাড়া দেশকে নিয়ে যাদের ভাবনা সকলকে একত্রিত করার একটি প্রয়াশ হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। তরুণদের একত্রিত করে গঠনমূলক কাজে উৎসাহিত করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার (০৫ অক্টোবর) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মশাদিয়া মাঠে অনুষ্ঠিত হয় “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। টুর্নামেন্টটির আয়োজন করে উপজেলা যুবদল। এতে স্থানীয় যুব সমাজের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন ও যুবদল নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।এই ফুলবল খেলায় অংশগ্রহণ করে আরাফাত রহমান কোকো একাদশ ও সিংগ্রাম ফুটবল একাদশ। ০১ গোলে জয়ী হয়েছে আরাফাত রহমান কোকো একাদশ।