সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলা: তদন্তে পিবিআই

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ
সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলা: তদন্তে পিবিআই

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুর উপর হামলা-লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রথমে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তদন্ত করে মামলার চার্জশিট আদালতে জমা দেয়। তবে মামলার বাদী সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু  আদালতে নারাজি দিলে আদালত মামলার তদন্তভার দিয়েছে পিবিআই’কে। ফলে নতুনভাবে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ চলছে।

 

উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় সাংবাদিক বাবুর উপর অতর্কিত হামলা করে সংঘবদ্ধ একদল যুবক। হামলাকারীরা বাবুকে জখম করে তার বসতঘর ভাঙচুর করে নগদ ৩ লাখ টাকা, প্যানাসনিক ক্যামেরা ও একটি ভিভো স্মার্টফোন লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

সাংবাদিক বাবুর দাবি, অনলাইন নিউজপোর্টাল  কালের নিউজে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং নাগরিক টেলিভিশনে প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এর জের ধরে তার উপর পরিকল্পিত হামলা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!