সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে প্রবাসী মাস্টার রওশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ 

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০৬:১১ অপরাহ্ণ
জৈন্তাপুরে প্রবাসী মাস্টার রওশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ 

জৈন্তাপুর প্রতিনিধি::

যুক্তরাষ্ট্র প্রবাসে থেকেও জন্মভূমির মানুষের পাশে দাঁড়ালেন জৈন্তাপুরের কৃতি সন্তান ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা মাস্টার রওশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিকে সামনে রেখে তিনি ব্যক্তিগত অর্থায়নে উপজেলার মেধাবী অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সহায়তা করেছেন।এছাড়াও বিভিন্ন মানবিক কাজে ভুমিকা রেখে যাচ্ছেন। শনিবার( ৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জৈন্তিয়া গেইটস্থ যুবসমাজের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৬নং চিকনাগুল ইউনিয়নের কয়েকজন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা।

 

উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, সদস্য সচিব রফিকুল ইসলাম সেনাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজাহান, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ, যুবদল নেতা,আব্দুল জব্বার, মজনু আহমেদ  প্রমূখ।

 

অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়ে প্রবাসী মাস্টার রওশনের মানবিক অবদানের প্রশংসা করেন। তারা বলেন, দেশের বাইরে থেকেও তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!