সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ণ
জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা বিতরণ

ডেস্ক নিউজ  :

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের হাতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

 

রবিবার ( ৬ই অক্টোবর) দুপুর দেড় টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যলয়ে নিহতদের পরিবারের নিকট সহায়তার অর্থ তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।

 

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত নাহিদের বাবা নুরুল ইসলাম ও নিহত আব্দুল মান্নান মনাইয়ের ছেলে বাহার উদ্দিনের হাতে ২০ হাজার করে দুটি চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ৯ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য হারুন উর রশিদ সরকার।

 

উল্লেখ্য গত ২১শে সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলায় ঝড় বৃষ্টি চলা কালে দুপুর ১২ টায় আগফৌদ গ্রামে নাহিদ (১৯) এবং দুপুর ২ টায় ভিত্রিখেল ববরবন্দ গ্রামে আব্দুল মান্নান মনাই বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন