সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু ও আন্তঃনগর ট্রেন চালু করার দাবীতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ
ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু ও আন্তঃনগর ট্রেন  চালু করার দাবীতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি

ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু ও ছাতক-ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন জরুরী ভিত্তিতে চালু করার দাবীতে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন গণদাবী পরিষদ ছাতক-দোয়ারা এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গণদাবী পরিষদ ছাতক-দোয়ারার সভাপতি জুলাই যোদ্ধা মো. আমিনুল ইসলাম বকুল এর নেতৃত্বে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী’র মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণদাবী পরিষদ ছাতক শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মো. সুলতান চৌদুরী, মাস্টার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামছুল আলম, মেরাজ মিয়া, তানভীর আলম প্রমুখ।

স্মারকলিপিতে ৭ দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো- বিগত বন্যায় ছাতক-সিলেট রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার অনুমোদিত প্রকল্প জনস্বার্থে জরুরী ভিত্তিতে কাজ শুরু করা। জনস্বার্থে নিরাপদে যাত্রী যাতায়াত করার জন্য ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা। ছাতক-সিলেট পর্যন্ত সকল রেলস্টেশন সমূহ আধুনিকায়ন করণ ও জনবহুল এলাকায় নতুন রেলস্টেশন স্থাপন ও রেল ক্রসিং এর সংযোগ রাস্তা সম্প্রসারণ এবং গেইট ম্যান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুর প্রাচীনকাল হতে শিল্পনগরী ছাতকের যাতায়াত ও মালবাহী পরিবহণ এর সুবিধার্থে রেলওয়ের ছাতক-ভুলাগঞ্জ পর্যন্ত রোপওয়ে স্থাপন করা হয়েছিল সেই রোপওয়ে পুনরায় চালু করে ছাতককে পর্যটন নগরীর ভোলাগঞ্জসহ রেলওয়ের রোপওয়ে এলাকাকে পর্যটন এলাকায় রুপান্তরিত করা। ব্রিটিশ আমল থেকে শিল্প শহর হিসেবে ছাতকের খ্যতি। সে সময় সিলেট থেকে ছাতক পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হয়েছিল বাণিজ্যিক কারণে এবং জনকল্যাণে। এরপর পরিকল্পনা ছিল সেখান থেকে সুনামগঞ্জ জেলা শহর পর্যন্ত সম্প্রসারিত করা। তবে করোনা মহামারি শুরু হলে সারাদেশের ন্যায় অন্যান্য রেলপথের মতো এই রেললাইনটি ও বন্ধ থাকায় এক পর্যায়ে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদে চলতে থাকে হরিলোট। তা তদন্ত সাপেক্ষে অপরাধীদের জরুরী ভিত্তিতে আইনের আওতায় আনা। ছাতকের রেলওয়ের নিজস্ব কনক্রিট ফ্যাক্টরী পুনরায় চালু করা। ছাতক-দোয়ারা হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপন এবং বহুল জনগুরুত্তপূর্ণ এই প্রকল্প বিগত স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের রাজনৈতিক আমলাতান্ত্রিক ব্যাক্তি স্বার্থের কারণে উন্নয়ন প্রকল্পটি বন্ধ থাকে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনদূর্ভোগ লাগব করার জন্য পুনরায় প্রকল্পটির অনুমোদিত হয়। তাই মন্ত্রীপরিষদ কর্তৃক অনুমোদিত এই প্রকল্পটি যাহাতে প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্টদের উত্তরসূরী আমলাদের দ্বারা লাল ফিতার দৌরাত্তে বন্ধ না হয় সেদিকে সুদৃষ্টি দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানানো হয়।

এসময় নেতৃবৃন্দ, অন্তবর্তীকালীন সরকারের সংশিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান। তারা জুলাই-আগস্ট বিপ্লব-২৪ এর সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা, আহত ও পঙ্গুত বরণকারী সকলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সু-চিকিৎসা নিশ্চিত করা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক সকল নিহত-আহতদের তালিকায় যাহাতে কোন নিহত-আহতদের নাম বাদ না পরে এবং যাহারা আহতদের তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য করার আবেদন করেছেন কোনো রকম হয়রানি না করে জরুরি ভিত্তিতে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!