
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৯ এর একটি টহল দল মাঠে নেমেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই মো. লোকমান হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাটবন্দ রাধা কৃষ্ণ মন্দির, পাখিয়ালার উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজার কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন পূজা মন্দির ও পাবিজুরির অনন্ত ঠাকুর মন্দিরসহ অন্যান্য মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। র্যাব কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ ও তরুণ সমাজসেবক ছাদিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এবার বড়লেখায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ১৪৫টি মণ্ডপে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দেবে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন থাকবে।