সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে ৪০ মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
ওসমানীনগরে ৪০ মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা

 

ওসমানীনগর প্রতিনিধি ::

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । ওসমানীনগরের দূর্গাপূজাকে ঘিরে গেল ক’দিন থেকে আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে চলছে কর্মযজ্ঞ।

 

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫ ) মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজা, আর বৃহস্পতিবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদোৎসব।

 

জানা যায়, এবার ওসমানীনগর উপজেলায় মোট ৪০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১টি সার্বজনীন ও ৯টি হচ্ছে ব্যক্তিগত মণ্ডপ। প্রতিটি মণ্ডপের প্রতিমা সাজানোর শেষে উৎসব শুরু হয়েছে।

 

দুর্গপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে থাকবে স্থানীয় স্বেচ্ছাসেবক দল। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দেবে সেনাবাহিনীও।

 

এরি মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে তিনি সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সৌহার্দ্য ও মিলনের উৎসব। ইতোমধ্যে সব মণ্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে দেবী দর্শন করতে পারবেন। এবার আমরা ভাবগাম্ভীর্য আর শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করতে চাই।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে পুলিশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক আছি

সংবাদটি শেয়ার করুন

Follow for More!