সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামে পুকুর থেকে গোপাল চন্দ্র দাস (৫৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত সুরেন্দ্র কুমার দাসের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। ওই সময় স্থানীয় ইউপি সদস্য লিটন মেম্বারের পুকুরপাড়ে গোপালের ব্যবহৃত জুতা দেখতে পান। পরদিন স্বজনরা জাল ফেলে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

 

২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পূর্ব পাশে কলমির ঝোপের পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পিএসআই তুষার কান্তি আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!