
সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে দুই কোটি ৩৮ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ২৮ সেপ্টেম্বর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় ভারত থেকে পাচারকৃত স্মার্টফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান ও শ্যাম্পু উদ্ধার করা হয়। অপরদিকে বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ আটক করা হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী বেশ কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ। এ লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির এই ধারাবাহিক অভিযানে স্থানীয় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সীমান্ত সুরক্ষায় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকলে চোরাচালান চক্রের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পাবে। সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নিরলস প্রচেষ্টা দেশের সার্বিক স্বার্থকে আরও শক্তিশালী করছে।
দেশের সীমানা সুরক্ষায় বিজিবির এই তৎপরতা শুধু রাষ্ট্রীয় সম্পদ রক্ষাই নয়, সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে।