সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: জৈন্তাপুরে শারদ উৎসবে ১৯ মণ্ডপ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:১২ অপরাহ্ণ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: জৈন্তাপুরে শারদ উৎসবে ১৯ মণ্ডপ

আজ ২৮ সেপ্টেম্বর, রবিবার, মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ২৩ টি মন্দিরের মধ্যে ১৯টি পূজা মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

 

আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে পাঁচদিনব্যাপী দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, এই বছর প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নিরাপত্তা নিশ্চিত করে পূজা উদযাপন হবে। প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা রয়েছে।”

 

পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

 

তিনি বলেন জৈন্তাপুর উপজেলার ২৩ টি মন্দিরের মধ্যে ১৯ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে এবং সবগুলো মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না। তিনি আরো জানান সবগুলো পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য ২৪ ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া আমাদের টহলটিমের পাশাপাশি সিনিয়র অফিসাররা সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করবেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!