সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ

আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়ন অফিস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি কুদরত উল্লাহ (ভান্ডারী)। সাধারণ সম্পাদক মুসলিম আলী (মেম্বার) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক, ৪নং দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন, ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব (মেম্বার),জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম (শাওন),দরবস্ত ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান,জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্য নুরুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম মেম্বার,বিএনপি নেতা মোদাচ্ছির (মেম্বার),সুমন মেম্বার, উপজেলা যুবদল নেতা জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ, উপজেলা যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ,দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন, জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমদ, দরবস্ত ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল্লাহ ,সিলেট মহানগর যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, জৈন্তাপুর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা জাকারিয়া আহমদ, শরীফ আহমদ, শাহরিয়া আহমদ, নুরুজ্জামান, ছাত্রদল নেতা মাহিন, দরবস্ত ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, আরিফ আহমদ, রাহেল আহমদ, শাকিল আহমদ, আলমগীর, সিলেট জেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এম ইউ জাহাঙ্গীর সহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিলো প্রাণভন্ত।

 

সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশ হবে মানুষের অধিকার, ভোটাধীকার ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র, যেখানে জনগণই হবে সকল ক্ষমতার উৎস।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!