
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন চৌমুহনীতে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম। বক্তব্যে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি বাস্তবায়িত হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ কথা বলার অধিকার ফিরে পেয়েছে, তাই জুলাই সনদের আইনি ভিত্তি ও আলোকে পরবর্তী নির্বাচন হওয়া উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির খন্দকার আব্দুস সোবহান, সাবেক উপজেলা আমির প্রভাষক হামিদ খান, বর্তমান নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, ছাত্রশিবিরের তিহান তালুকদার, হাসান আল বান্না রাহী প্রমুখ।