সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ নিব হেলাল উদ্দিন আহমদ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:২২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ নিব হেলাল উদ্দিন আহমদ

নিজস্ব সংবাদদাতা:

সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা হবে, জনগণকে সাথে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকারত্ব দূর হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

 

শুক্রবার) ২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সৈয়দশাহ স্কুল মাঠে ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আজাদুর রহমান আজাদ, ও সঞ্চালনা করেন বিএনপি নেতা সাজাদ খাঁ মরম আলী।

 

বিশেষ অতিথি ছিলেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি , সাধারণ সম্পাদক ১নং পশ্চিম সেবুল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের মুক্তির সনদ, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য

 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে প্রধান অতিথি হেলাল উদ্দিন আহমদ স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!