সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজে চেয়ার উপহার

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ণ
দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজে চেয়ার উপহার

বালাগঞ্জ প্রতিনিধি ::

শিক্ষার প্রসার ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে, প্রতিস্টিত সেচ্ছাসেবী সংগঠন ”গহরপুর ছাত্র কল্যাণ” পরিষদের উদ্যােগে।

বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজে শিক্ষকদের জন্য ৬০ হাজার টাকা ব্যায়ে ১৫ টি কাঠের চেয়ার উপহার দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিস্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রদান শিক্ষক খলিলুর রহমানের কাছে সংগঠনের নেতৃবৃন্দ এ উপহার প্রদান করেন। উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সাবেক সভাপতি ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম শামিম, গহরপুর জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কায়ুম,দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম রফু।দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম,সহকারী প্রভাষক জাকারিয়া টিপু।শিক্ষানুরাগী ও সমাজকর্মী সিরাজুল ইসলাম, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মোহাইমিন ও পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!