সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ণ
মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর জমিয়তের উদ্যোগে কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি হাফিজ নাজমুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন।

 

এসময় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী (সংসদ সদস্য প্রার্থী, সুনামগঞ্জ-৪), সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হুসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা আব্দুল হাই, যুবনেতা ত্বহা হুসাইন, আলতাফ হুসাইন, মাওলানা আব্দুল বারী, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুফতি আব্দুল মালিক ত্বহা, হাফিজ আবু সাঈদ, মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন, “মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

বক্তব্য শেষে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!