
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের খাসিয়া সেবা সংঘ, তোয়াশি হাটি রোডে ব্যাংক এশিয়ার উদ্যোগে এজেন্ট ব্যাংকিং নিয়ে বিশেষ কমিউনিটি-ভিত্তিক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার ২০ সেপ্টেম্বর।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এজেন্ট ব্যাংকিং সেবা, মাইক্রো মার্চেন্ট সুবিধা, এজেন্ট কেন্দ্রিক ঋণ সেবা এবং সঞ্চয় পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
মোহাম্মদ আল জুবায়ের, বিজনেস অফিসার, সিলেট, তার বক্তব্যে জানান, সাধারণ মানুষ সহজেই ডিপিএস-১০০ এবং নীলিমার মতো সঞ্চয় ও ঋণ সুবিধা গ্রহণ করতে পারে। এছাড়া সতর্কতা ও আর্থিক সচেতনতার গুরুত্ব নিয়ে তিনি প্রাসঙ্গিক পরামর্শ ও অভিজ্ঞতা শেয়ার করেন।
এছাড়া ও ব্যাংকিং ও আর্থিক পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার মোঃ হুমাইয়ুন রশিদ ও মানিক হুসাইন
স্থানীয়রা জানান, এ ধরনের কর্মশালা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং মানুষকে আধুনিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ব্যাংক এশিয়ার এ উদ্যোগ সিলেট অঞ্চলের সাধারণ মানুষকে আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পেশা ও সামাজিক স্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, এমন কার্যক্রম স্থানীয় জনগণকে ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি ঋণ ও সঞ্চয়ের ক্ষেত্রে নিরাপদ সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে।
শেষে মোহাম্মদ আল জুবায়ের বলেন, সতর্কতা ও সচেতনতা বজায় রেখে সঠিক আর্থিক সেবা গ্রহণ করলে প্রতিটি পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের হাতে একটি করে মূল্যায়ন পত্র তুলে দেয়া হয়, যেখানে তারা আজকের অনুষ্ঠানের অনুভূতি, শিখা ও অভিজ্ঞতা লিখে ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন খাসিয়া সেবা সংঘের সভাপতি এন্ড্রু খংলার সভাপতিত্বে, সম্পাদক নিউয়েল নাইয়াং এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত এজেন্ট ব্যাংক এশিয়া হারুনুর রশিদ। এছাড়া ব্যাংক এশিয়ার সম্মানিত এজেন্ট জুবায়ের আলম, সম্পাদক প্রধান শিক্ষক সমিতি ফরিদ আহমদ, সিনিয়র সহ সভাপতি ফয়জুল হক, সহ সভাপতি খাসিয়া সেবা সংঘ রতন সূচেন, ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন, রাগিব হাসান এবং ফজলুল কাদির উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, আজকের কর্মশালা তাদের আর্থিক সচেতনতা বাড়িয়েছে এবং ব্যাংকিং সেবা সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগণকে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন আয়োজকরা।
Channel Jainta News 24 





















