সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪, ০৮:০১ অপরাহ্ণ
গোয়াইনঘাট সীমান্তে ৭১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

Oplus_131072

ডেস্ক নিউজ :: সিলেটের গোয়াইনঘাটে আবারো ৭১ লাখ টাকার ভারতীয় কসমেটিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)।

বুধবার (২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার সিমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল বাুবুরবাক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পন্য আটক করে।

 

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সিমান্তবর্তী সংগ্রাম বিওপি ক্যাম্পের টহলদল উক্তো স্থান হইতে নদী থেকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ব্রান্ডের জনসন বেশী শ্যাম্পু ৬ হাজার ৪ শত ৮০ পিস, মেনলর ক্রিম ৬ হাজার ৪ শত ৩৫ পিস ও ক্লপ জি ক্রিম ১১ হাজার ৪ শত ৬৬ পিস উদ্ধার করে বিজিবি।

 

তিনি আরও বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে।

 

এই অভিযানে আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ,৮১ হাজার, ৪ শত টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন