সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসকের সাথে ক্যাব সিলেটের নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:০৩ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সাথে ক্যাব সিলেটের নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটের জেলা প্রশাসকের সাথে ক্যাব সিলেটের নেতৃবৃন্দের মতবিনিময়

ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাব কাজ করে যাচ্ছে

———-মো. সারওয়ার আলম

 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাব সারাদেশের ন্যায় সিলেটেও কাজ করে যাচ্ছে। সিলেট জেলাকে একটি আদর্শিক জেলা হিসাবে আমরা পরিণত করতে চাই। এ ব্যাপারে সিলেটবাসীর সহযোগিতার প্রয়োজন রয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেটের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সকল ধরণের অনৈতিকতা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

ক্যাব এর কেন্দ্রীয় ও সিলেট জেলা সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্যাব সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, সিনিয়র সদস্য এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য ইকবাল কবির, সদস্য ও সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সদস্য অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ইনামুল করিম চৌধুরী, কাওসার আহমদ, আতেফ চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ক্যাব সভাপতি জামিল চৌধুরী সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটে আগমন উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের বিশ্বাস তাঁর নেতৃত্বে সিলেটের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। ক্যাব সিলেট সব সময় সিলেটের উন্নয়নে পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!