ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১ পড়া হয়েছে
১৬

সুনামগঞ্জ :: সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন পেছানো, পিআর পদ্ধতি ও সংস্কার ইত্যাদি সহ বিভিন্ন অযৌক্তিক দাবি করে নির্বাচন বানচালের চেষ্ট করছে। জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে। কারো অযৌক্তিক দাবি এ দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে আমরা যেন পিছিয়ে না পড়ি, এজন্য তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে হবে।

তিনি আরোও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। যেখানে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বিএনপির ৩১ দফা সর্বস্তারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের জাউয়াবাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জাউয়ার বাজারে বিশাল শো-ডাউনের শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম, আব্দুর রহমান রিজ্জাদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের পূর্বে ছাতক দোয়ারাবাজার ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জাউয়া বাজারে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Follow for More!

জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

প্রকাশিত: ০৪:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
১৬

সুনামগঞ্জ :: সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন পেছানো, পিআর পদ্ধতি ও সংস্কার ইত্যাদি সহ বিভিন্ন অযৌক্তিক দাবি করে নির্বাচন বানচালের চেষ্ট করছে। জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে। কারো অযৌক্তিক দাবি এ দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে আমরা যেন পিছিয়ে না পড়ি, এজন্য তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে হবে।

তিনি আরোও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। যেখানে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বিএনপির ৩১ দফা সর্বস্তারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের জাউয়াবাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জাউয়ার বাজারে বিশাল শো-ডাউনের শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম, আব্দুর রহমান রিজ্জাদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের পূর্বে ছাতক দোয়ারাবাজার ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জাউয়া বাজারে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।