সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আটক-৪

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ
জৈন্তাপুরে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আটক-৪

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর রাংপানি এলাকায় দুই পর্যটকের গলায় ছুরি ধরে ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

 

জানা যায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলার ধামইরহাট থানার আসিম উদ্দিনের ছেলে সোহেল রানা (৪৫) তার সঙ্গী ওয়াসিব-উল হকসহ দুইজন শ্রীপুর রাংপানি এলাকায় ঘুরতে গেলে পাঁচজন দুর্বৃত্ত তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডিজেলর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া  সোহেল রানা শুক্রবার রাতেই জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে ছিনতাইয়ের  ঘটনায় জড়িত ৪-জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে  ছিনতাই হওয়া ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!