
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে পুলিশের অভিযানিক দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত কুটি মিয়া’র পুত্র মো. আজিম উদ্দিন (২০) ও নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজির গ্রামের আব্দুল বারিকের পুত্র আলাল মিয়া (২৫)।
এদিন পৃথক আরেক অভিযানে উপজেলার মোস্তফা নগর গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র মোহাম্মদ আজিজ ওরফে আজিদ মিয়া (৫৯)। তিনি অবৈধভাবে বালুপাথর উত্তোলনের দায়ে এজাহার নামিয় আসামি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যম ২জনকে ৩মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Channel Jainta News 24 





















