
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার জন্য জোর দাবি জানান। জেলা প্রশাসক তাদের দাবি আদায়ে সর্বাত্মক সহযোগিতার করবেন বলে আশ্বস্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, সহ সাধারণ সম্পাদক আনোয়ার বিন মুকাদ্দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হোসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 





















