ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১১ পড়া হয়েছে
২০

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের  দাবিতে বৃহত্তর গাজীটেকা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদ তোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, জুড়ি টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান,  সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহস-সম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ​গাজিটেকা এলাকার প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র এই রাস্তায় একটি রেলগেইট না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে থাকবেন। একটি রেলগেইট স্থাপন করা হলে এসব দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে।

 

বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ এবং অর্থনৈতিক প্রভাব রেললাইন পারাপারের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয় যা কেবল জনজীবনে নয় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব ফেলছে। এই রাস্তাটি খাদ্য গুদামসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকার সঙ্গে সংযুক্ত হওয়ায় রেলগেইট স্থাপন হলে বাণিজ্যিক চলাচল মসৃণ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই দাবিটি সমগ্র এলাকাবাসীর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান করবেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

দৈনিক খবরপত্রের মৌলভীবাজার জেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

Follow for More!

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

প্রকাশিত: ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
২০

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের  দাবিতে বৃহত্তর গাজীটেকা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদ তোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, জুড়ি টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান,  সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহস-সম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ​গাজিটেকা এলাকার প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র এই রাস্তায় একটি রেলগেইট না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে থাকবেন। একটি রেলগেইট স্থাপন করা হলে এসব দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে।

 

বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ এবং অর্থনৈতিক প্রভাব রেললাইন পারাপারের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয় যা কেবল জনজীবনে নয় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব ফেলছে। এই রাস্তাটি খাদ্য গুদামসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকার সঙ্গে সংযুক্ত হওয়ায় রেলগেইট স্থাপন হলে বাণিজ্যিক চলাচল মসৃণ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই দাবিটি সমগ্র এলাকাবাসীর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান করবেন।