ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাথর লুটপাটকাণ্ডে সত্য উদঘাটন করতে সিলেট এনসিপি’র স্মারকলিপি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২২

সাদাপাথর লুটপাটের ঘটনায় দুই নেতার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও লুটকাণ্ডে সত্য উদঘাটন করতে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

স্বরাষ্টমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে রবিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া এর অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও প্রদান করেন এনসিপি নেতারা।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কতিপয় কুচক্রী মহল দুদকের নাম ভাঙিয়ে উদ্দেশ্যমূলকভাবে এনসিপি’র জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে সাদাপাথর লুটপাটের মিথ্যা সংবাদ প্রচার করেছে। এ ধরনের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের ফলে আমাদের দুই প্রধান সমন্বয়কারীর ব্যক্তিগত মান-মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের ভাবমূর্তিও কলঙ্কিত হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা জাতীয় নাগরিক পার্টিকে দুর্বল করার অপপ্রয়াস।’

 

মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দুদকের নামে প্রকাশিত মিথ্যা ও প্রমাণবিহীন প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার এবং প্রকৃত তথ্য যাচাইপূর্বক সত্য উদ্ঘাটন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান এনসিপি নেতারা।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- এনসিপি’র সিলেট মহানগর শাখার যুগ্ম-সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক কামরুল ইসলাম আরিফ, ফয়সাল আহমেদ, মহানগরের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাহমান আবজল, কিবরিয়া সারওয়ার, তারেক আহমদ বিলাস ও জেলার যুগ্ম-আহ্বায়ক সালমান খুরশিদ।

এছাড়া জেলা এনসিপি’র সদস্য নুরুল ইসলাম, মনিরুল সাকিব, সেলিম আহমদ ও আব্দুল ওয়াদুদ শিপন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হত্যা, র‍্যাবের অভিযানে চট্টগ্রাম থেকে আসামি গ্রেফতার

Follow for More!

পাথর লুটপাটকাণ্ডে সত্য উদঘাটন করতে সিলেট এনসিপি’র স্মারকলিপি

প্রকাশিত: ০৭:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
২২

সাদাপাথর লুটপাটের ঘটনায় দুই নেতার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও লুটকাণ্ডে সত্য উদঘাটন করতে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

স্বরাষ্টমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে রবিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া এর অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও প্রদান করেন এনসিপি নেতারা।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কতিপয় কুচক্রী মহল দুদকের নাম ভাঙিয়ে উদ্দেশ্যমূলকভাবে এনসিপি’র জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে সাদাপাথর লুটপাটের মিথ্যা সংবাদ প্রচার করেছে। এ ধরনের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের ফলে আমাদের দুই প্রধান সমন্বয়কারীর ব্যক্তিগত মান-মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের ভাবমূর্তিও কলঙ্কিত হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা জাতীয় নাগরিক পার্টিকে দুর্বল করার অপপ্রয়াস।’

 

মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দুদকের নামে প্রকাশিত মিথ্যা ও প্রমাণবিহীন প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার এবং প্রকৃত তথ্য যাচাইপূর্বক সত্য উদ্ঘাটন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান এনসিপি নেতারা।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- এনসিপি’র সিলেট মহানগর শাখার যুগ্ম-সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক কামরুল ইসলাম আরিফ, ফয়সাল আহমেদ, মহানগরের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাহমান আবজল, কিবরিয়া সারওয়ার, তারেক আহমদ বিলাস ও জেলার যুগ্ম-আহ্বায়ক সালমান খুরশিদ।

এছাড়া জেলা এনসিপি’র সদস্য নুরুল ইসলাম, মনিরুল সাকিব, সেলিম আহমদ ও আব্দুল ওয়াদুদ শিপন।