সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ
শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ৫শ’ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য বিভাগ জানায়, এ পোনামাছ অবমুক্তকরণে হাওর ও পুকুরসমূহে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় চাহিদা পূরণসহ অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন