
সিলেট মহানগর ছাত্রদলের অধিনস্থ সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।
ঘোষিত কমিটিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কৃতি সন্তান তানজির আহমেদ লস্কর ‘কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
তানজির লস্কর বিগত জুলাই-আগস্ট অনুষ্ঠিত প্রতিটি আন্দোলন সংগ্রাম এ সক্রিয় অংশগ্রহণ করেছেন । নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে তানজির মহানগরের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । এবং তিনি আশা ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের কল্যাণ ও সংঠনের কার্যক্রম বৃদ্ধিতে করতে কাজ করবেন ।
উল্লেখ্য:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২০ আগস্ট) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৫৭ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
Channel Jainta News 24 






















